• +8801713163508
  • hra@gbk-bd.org

কারিগরি বিষয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি

গ্রাম বিকাশ কেন্দ্র

বিজ্ঞপ্তি

কারিগরি বিষয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি


কারিগরি বিষয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা ও নীলফামারী জেলার শিক্ষার্থীদের নিকট হতে নিম্নলিখিত তথ্য অনুযায়ী আবেদন আহ্বান করা যাচ্ছে।


শিক্ষার্থীর যোগ্যতা ও বৈশিষ্ট:

১. গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে এর মাইক্রো-ফাইন্যান্স কর্মসুচি এবং অন্যান্য কর্মসুচি/প্রকল্পের আওতাভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের অতিদরিদ্র পরিবারের সন্তান হতে হবে এবং বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে কারগরি বিষয়ে অধ্যয়নরত হতে হবে। 

২. জিবিকে এর কোন কর্মসুচি/প্রকল্পের আওতাভুক্ত নয় কিন্তু কর্মএলাকায় বসবাস করছে এমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের অতিদরিদ্র পরিবারের সন্তান হতে হবে এবং বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে কারগরি বিষয়ে অধ্যয়নরত হতে হবে। 


আবেদনপত্রের সাথে সংযুক্তি সমূহ:

  • শিক্ষাবৃত্তির আবেদন ফরম জিবিকে অফিসিয়াল ওয়েবসাইট www.gbk-bd.org থেকে ডাউনলোড করে আবেদন করতে হবে।
  • বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অধ্যয়নের প্রত্যয়নপত্র। 
  • এস.এস.সি/সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদপত্রের কপি।
  • এইচ.এস.সি/সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদপত্রের কপি।
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কতৃর্ক প্রদত্ত মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাশের প্রশংসাপত্র, নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট। 
  • শিক্ষার্থীর ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি। 


আগামী ২০ জুলাই, ২০২৩  তারিখের মধ্যে ‘গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর’ ঠিকানায় আবেদনের হার্ডকপি কুরিয়ার/ডাকযোগে প্রেরণ অথবা স্ব-হস্তে জমা দিতে হবে।জমাকৃত আবেদনসমূহ গ্রাম বিকাশ কেন্দ্র কতৃর্পক্ষের প্রয়োজনীয় যাচাই-বাছাই এর মাধ্যমে একটি চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।



যোগাযোগ এর ঠিকানা: 

জন হেম্ব্রম (০১৭০৯-০০১০২২), 

শ্যামল কান্তি সিংহ রায় (০১৭৩৭-৪৯৫৯৯৮), 

গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে, হলদীবাড়ী, 

পার্বতীপুর, দিনাজপুর।



Join the world’s biggest family

Subscribe

STAY INFORMED. Subscribe to our newsletter.