স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে “জাতীয় শোক দিবস ২০২৩” পালন

গ্রাম বিকাশ কেন্দ্র

হলদীবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে

জাতীয় শোক দিবস ২০২৩পালন

ক্রমিক নং

কর্মসূচী

তারিখ

বাস্তবায়িত কাজের বিবরণ

দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা

১৫ আগষ্ট, ২০২৩

১৫ আগষ্ট, ২০২৩ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতেজাতীয় শোক দিবস ২০২৩উপলক্ষে দিনের শুরুতে গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে এর প্রধান কার্যালয় সহ সকল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়

কালো ব্যাজ ধারণ

০১-৩১ আগষ্ট, ২০২৩

শোকের মাস আগষ্ট এর শুরু থেকেই গ্রাম বিকাশ কেন্দ্রের সকল পর্যায়ের কর্মকর্তা কালো ব্যাজ ধারণ করেন যা মাসব্যাপী চলমান থাকবে

জাতির পিতার প্রতিকৃতিতে/সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান

১৫ আগষ্ট, ২০২

জাতীয় শোক দিবস ২০২৩এর প্রথম প্রহরে গ্রাম বিকাশ কেন্দ্র বিভিন্ন কার্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা সভা দোয়া মাহফিল

১৫ আগষ্ট, ২০২৩

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় গ্রাম বিকাশ কেন্দ্র উপ-প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন বঙ্গবন্ধু কীভাবে ধাপে ধাপে এই বাংলার শোষিত নিপীড়িত মানুষকে স্বাধীনতার স্বপ্নের দিকে নিয়ে গেছেন, স্বাধীন বাংলাদেশের লক্ষ্যে তার আত্মত্যাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবী আদায়ের জন্য আন্দোলন করে বহিস্কৃত হন, ভাষা আন্দোলন, ৬দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, পরবর্তীতে সকল ষড়যন্ত্র ছিন্ন করা, বঙ্গবন্ধু উপাধীতে ভূষিত হওয়া, ৭০ এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, ০৭ মার্চের অমর ভাষন, ২৫ মার্চ প্রেপ্তারের পুর্বেই স্বাধীনতার ঘোষনা, অত:পর বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম

১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ড এবং দেশকে পেছনের দিকে নিয়ে চলা এবং ইনডেমনিটি অধ্যাদেশ আবার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের একটার পর একটা মাইলফলক রচনা

সভায় উপ-প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম আরও উল্লেখ করেন নিজের টাকায় পদ্মা সেতু তৈরির কথা এবং স্বপ্নের মেট্রোরেল কীভাবে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্র পরিচালক জনাব অসীম রাউত সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

এরপরে ১৫ আগষ্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়

(সংযুক্তি-: বঙ্গবন্ধুর জীবন কর্মের উপরে আলোচনা দোয়া মাহফিল এর ছবি)

গাছের চারা বিতরণ

১৫-৩১ আগষ্ট, ২০২৩

গ্রাম বিকাশ কেন্দ্র এর বৃক্ষরোপন কার্যক্রম আগষ্ট মাসব্যাপী অব্যাহত রয়েছে ৩১ আগষ্ট, ২০২৩ তারিখ পর্যন্ত উপকারভোগীদের মাঝে গাছের বিতরণ অব্যাহত থাকবে

(সংযুক্তি-: গাছের চারা বিতরণ এর ছবি)

আলোচনা সভা, ্যালী, কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা

১৫ আগষ্ট, ২০২৩

গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসুচির আওতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতেজাতীয় শোক দিবস ২০২৩উপলক্ষে আলোচনা সভা, ্যালী, কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়

 

(সংযুক্তি-: আলোচনা সভা, ্যালী, কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা এর ছবি)

সংস্থার ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্য (ফেসবুক) এর মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

১৫-৩১ আগষ্ট, ২০২৩

গ্রাম বিকাশ কেন্দ্র অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়

(সংযুক্তি-: গ্রাম বিকাশ কেন্দ্র ফেসবুক পেইজে পোস্ট এর ছবি)


প্রতিবেদনকারী:

 

আমিনুল ইসলাম

উপ-প্রধান নির্বাহী,

গ্রাম বিকাশ কেন্দ্র

হলদীবাড়ী, পার্বতীপুর,

দিনাজপুর








whatsapp-image-2023-08-16-at-1225341692170191.jpg

whatsapp-image-2023-08-16-at-1225331692170191.jpg

whatsapp-image-2023-08-16-at-1225291692170198.jpg


Related Post

Recent Posts

Join the world’s biggest family

Subscribe

STAY INFORMED. Subscribe to our newsletter.